সাতক্ষীরার বেতনা নদীতে জেলেদের কারেন্ট জালে একটি ডলফিন ধরা পড়েছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের সুপারিঘাটা ব্রিজের নিচে ডলফিনটি ধরা পড়ে।

স্থানীয়রা জানান, কারেন্ট জালে ডলফিনটির লম্বা মুখ বেঁধে গেলে ভাটার সময় এটি চরে আটকে যায়। এসময় জেলেরা টেনে ওপরে তোলার কিছু সময় পর ডলফিনটি মারা যায়। ডলফিনটির ওজন প্রায় পাঁচ মণ।

এদিকে, ডলফিন ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে সেটি দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।

ধূলিহর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য তপন শীল জানান, উৎসুক জনতা ডলফিনটি দেখতে আসছে। তবে, এটি থেকে এখন দুর্গন্ধ বের হচ্ছে। যদি প্রাণিসম্পদ বিভাগের লোকজন না আসে, তবে মাটি চাপা দেওয়া হবে।

সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রউফ জানান, ডলফিন দেখে মৎস্য বিভাগ। এখানে আমাদের কিছু করণীয় নেই।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক জহির আকন বলেন, ঘটনাটি আমাকে কেউ জানায়নি। এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। কারেন্ট জালে পাতা ফাঁদে ডলফিন আটকা পড়ে মারা গেছে এটি অপরাধ।

প্রসঙ্গত, প্রচণ্ড নাব্যতা সংকটের মুখে বেতনা নদী এখন মৃত প্রায়। জোয়ারের সময় এ নদীতে সামান্য পানি এলেও ভাটায় নদীর বুকে পলি মাটি জেগে ওঠে। ডলফিনটি জোয়ারের সময় ভেসে এলেও কারেন্ট জালে আটকা পড়ে ফেঁসে যায়। 

আকরামুল ইসলাম/এমএএস