নওগাঁয় ধানবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওগাঁ সদর উপজেলার নওগাঁ-রাজশাহী মহা-সড়কের বাবলাতলির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের একজন মতিউর রহমান। তিনি সদর উপজেলার চন্ডিরপুর গ্রামের আজাদ হোসেনের ছেলে। আরেকজনের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, মহাদেবপুর থানার নওহাটামোড় (চৌমাশিয়া) বাজারের দিক থেকে মান্দা অভিমুখী ধান বোঝাই একটি ট্রাক ও নওগাঁ অভিমুখী একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। দুর্ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুই যুবকের মধ্যে এক যুবকের মৃত্যু হয় এবং গুরুতর আহত অপরজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান বলে জানান স্থানীয়রা।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জুয়েল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করাসহ দুর্ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাস্থলে নিহত যুবক মতিউর রহমান (১৮) ও হাসপাতালে নেওয়ার পথে মৃত যুবকের নাম নাইদুল ইসলাম (১৯) বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

স্বজনরা এলে নিহতদের সঠিক নাম ও পরিচয় জানা যাবে জানিয়ে ওসি আরও বলেন, এ ব্যাপারে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

মো. দেলোয়ার হোসেন/এসএসএইচ