মাদারীপু‌রের শিবচ‌রে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের একটি ভোটকে‌ন্দ্রে জাল ভোট দেওয়ার সময় এক সদস্য প্রার্থীর ভাই‌কে ভ্রাম্যমাণ আদালত এক মাসের দণ্ড দিয়ে জেলে পাঠিয়েছেন।

বুধবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বন্দরখোলা ইউনিয়নে ৬ নং ওয়ার্ডের আছিম বেপারীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মাদারীপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনোহার হোসেন এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত মে‌হেদী হাসান (২০) বেপারীকা‌ন্দি গ্রা‌মের মান্নান শে‌খের ছে‌লে ও বন্দরখোলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোরগ প্রতীকের প্রার্থী মনির হোসেন শেখের ছোট ভাই।

জেলা নির্বাচন কর্মকতা ম‌নিরুজ্জামান জা‌নান, পঞ্চম ধা‌পের ইউ‌পি নির্বাচ‌নে শিবচর উপ‌জেলার বন্দর‌খোলা ইউ‌নিয়‌নের ৬ নং ওয়া‌র্ডে আ‌ছিম বেপারীকা‌ন্দি সরকা‌রি প্রাথমিক বিদ্যাল‌য়ের ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় সেখান থেকে মে‌হেদী হাসান শেখ‌ নামের এক যুবককে এক মা‌সের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ক‌রে‌ছে ভ্রাম্যমাণ আদালত।

উল্লেখ্য, মাদারীপুর শিবির উপজেলায় পঞ্চম ধাপে ২টি ইউনিয়নে (বন্দরখোলা ও কাঁঠালবাড়ি) ভোটগ্রহণ চলছে। দুই ইউনিয়নে মোট ১১ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নাজমুল মোড়ল/এনএ