বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্যে দিয়ে পঞ্চম ধাপে ৭০৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এর মধ্যে ৪০টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এসব ইউনিয়ন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এখন ভোট গণনা চলছে। 

নির্বাচন কমিশন জানিয়েছে, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ হাজার ২৭৪ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৭ হাজার ৯৫০ জন ও সাধারণ সদস্য পদে ২৫ হাজার ২৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এ ধাপে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ১৯৩ প্রার্থী নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৪৮ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৩৩ জন ও সাধারণ সদস্য পদে ১১২ প্রার্থী নির্বাচিত হয়েছেন।

এদিকে পঞ্চম ধাপের ইউপি নির্বাচন চলাকালে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, ব্যালট ছিনতাই, ভোট বর্জনসহ বিচ্ছিন্ন কিছু ঘটনার খবর পাওয়া গেছে। চট্টগ্রাম ও মানিকগঞ্জে সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। জেলা প্রতিনিধিদের পাঠানো খবর- 

চট্টগ্রাম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের ৭ নম্বর সিংহরা ওয়ার্ডে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অংকর দত্ত (৩৮) নামে একজন নিহত হয়েছেন।  বুধবার (৫ জানুয়ারি) দুপুরে সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। 

নিহত অংকুর সিহংরা গ্রামের দত্ত বাড়ির নেপাল দত্তের ছেলে এবং টিউবয়েল প্রতীকের সদস্য প্রার্থী ধনঞ্জয় বিশ্বাসের সমর্থক ছিলেন বলে জানা গেছে।

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার। 

তিনি বলেন, অংকুর দত্তকে আপেল প্রতীকের সদস্য প্রার্থীর লোকজন কেন্দ্রের বাইরে নিয়ে কিলঘুষি মারে। তাকে গুরুতর আহত অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মানিকগঞ্জ

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের বাচামারা ভোটকেন্দ্রে নির্বাচনী সহিংসতায় ছলেমন খাতুন (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার বাচামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ওই নারীর প্রাণহানির ঘটনা ঘটে। 

ছলেমন খাতুন উপজেলার বাচামারা গ্রামের খোরশেদ আলমের স্ত্রী।

জানা গেছে, দুপুরে ছলেমন খাতুন ভোট দিতে বাচামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে যান। এ সময় ৫ নং ওয়ার্ডের দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরে ওই নারী হার্ট অ্যাটাক করেন।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরুল হাসান বলেন, বাচামারা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে দুই সদস্য প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ওই নারী ভোট দিতে কেন্দ্রে আসেন। সংঘর্ষের কবলে পড়ে তিনি হার্ট অ্যাটাক করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে গেলে তিনি মারা যান।

ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় বাসুদেব ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে ভোটকেন্দ্রে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ওই ইউনিয়নের দতাইসার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় ওই দুই মেম্বার প্রার্থীকে আটক করা হয়েছে। 

ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাসুদেব ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী বাবুল মিয়া ও অপর সদস্য প্রার্থী শাহীন ভূঁইয়া একে অপরের বিরুদ্ধে জোরপূর্বক কেন্দ্র দখলে নেওয়ার চেষ্টার অভিযোগ তোলেন। এ নিয়ে উভয় প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়ান। এতে অন্তত ১০ জন আহত হন। পরে ওই দুই সদস্য প্রার্থীকে আটক করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

কেন্দ্রে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই সদস্য প্রার্থীকে আটক করা হয়েছে। 

টাঙ্গাই‌ল

টাঙ্গাইলের বাসাইল কে‌ন্দ্রে গুজব ছ‌ড়ি‌য়ে অত‌র্কিত হামলা চা‌লি‌য়ে চেয়ারম্যান প‌দের ৪০০ ব্যালট পেপার ছিনতাই ক‌রে‌ছে নৌকার কর্মী-সমর্থকরা। এ‌ ঘটনায় ওই কে‌ন্দ্রের ভোটগ্রহণ স্থগিত রয়ে‌ছে। বুধবার বেলা সা‌ড়ে ১১টার দি‌কে উপ‌জেলার ফুল‌কি ইউনিয়নের জ‌শিহা‌টি সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয় কে‌ন্দ্রে এ ঘটনা ঘ‌টে। 

স্থানীয়রা জানায়, কে‌ন্দ্রে সুষ্ঠুভা‌বে ভোটগ্রহণ হ‌চ্ছিল। হঠাৎ নৌকার কর্মী-সমর্থকরা দলবেঁধে কে‌ন্দ্রে প্রবেশ ক‌রে ব্যালট পেপারে সিল মার‌তে থা‌কে। 

ফুলকি ইউনিয়নের জশিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দা‌য়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা সা‌জেদুল আলম ব‌লেন, কে‌ন্দ্রের বাই‌রে উত্তেজনা দে‌খে ভোটগ্রহণ স্থ‌গিত করা হয়। পরে গুজব ছ‌ড়ি‌য়ে নৌকার লোকজন বু‌থে প্রবেশ ক‌রে চার‌শ ব্যালট পেপার ছিনতাই ক‌রে নি‌য়ে যায়।

ভোলা

ভোলায় ভোটকেন্দ্রে জাল ভোটের গুজবে দুই সদস্য প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় নারীসহ প্রায় পাঁচজন আহত হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে সদর উপজেলার পূর্ব ইলিশা ৪ নং ওয়ার্ডের ১৩ নং মুরাদ ছবুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কেন্দ্রে থাকা প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সকাল থেকেই শীত উপেক্ষা করে ভোটারদের উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছিল। বেলা ১১টার দিকে মোরগ প্রতীকের সদস্য প্রার্থী রফিকুল ইসলামের এজেন্টরা বুথ থেকে বেরিয়ে বলেন, টিউবওয়েল প্রতীকের সদস্য প্রার্থী মালেক মিয়াজীর সমর্থকরা কেন্দ্রে জাল ভোট দিচ্ছেন। এই খবরে কেন্দ্রে থাকা দুই সদস্য প্রার্থীর মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উপস্থিত দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা বুথে ঢোকার চেষ্টা করে কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্র নিয়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে এবং তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের নারীসহ প্রায় ৫ জন আহত হন।

চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ভোটকেন্দ্র থেকে এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ এনে ভোট শুরুর তিন ঘণ্টা পর বেলা ১১টায় ভোট বর্জন করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী। বুধবার (৫ জানুয়ারি) দুপুর ১২টায় সদর উপজেলার রানিহাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মোহা. জাকারিয়া ঢাকা পোস্টকে নির্বাচন বর্জনের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে তিনি নৌকা প্রতীকের এজেন্টদের জোর বের করে দেওয়ার অভিযোগ করেন। মুঠোফোনে ঢাকা পোস্টকে মোহা. জাকারিয়া বলেন, ভোট শুরুর পর থেকে আমার বাড়ি ঘিরে রাখা হয়েছে। দুপুর ১২টা পর্যন্ত বাড়ি থেকে কোথাও বের হতে পারিনি। ০১ ও ০৯ নং ওয়ার্ডছাড়া বাকি সব ওয়ার্ডে আমার নৌকা প্রতীকের এজেন্টদের জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে।

এসআর/আরএআর