দিনাজপুরের হিলিতে রেললাইন ভেঙে যাওয়ায় ঢাকার সঙ্গে পঞ্চগড়, নীলফামারী ও ঠাকুরগাঁয়ের  রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বুধবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় রেললাইন ভাঙার ঘটনা ঘটে। ট্রেন চলাচল স্বাভাবিক করতে চার থেকে পাঁচ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

হিলি রেলওয়ে স্টেশনের উপ-প্রকৌশলী বজুলর রশিদ, সন্ধ্যা ৭টা ২০ মিনিটে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি দিনাজপুর থেকে ঢাকা যাওয়ার পথে ডাঙ্গাপাড়া রেলস্টেশন অতিক্রম করার সময় রেলগেট এলাকার প্রায় দুই ফুট রেললাইন ভেঙে যায়। তবে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি নিরাপদে অতিক্রম করে ঢাকার উদ্দেশ্যে চলে যায়। 

রেললাইন ভেঙে যাওয়ায় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর রেলস্টেশনে যাত্রী নিয়ে আটকা পড়েছে। রেললাইন মেরামতের কাজ চলছে। খুব দ্রুত রেল চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি। 

সোহেল/আরএআর