উত্তরের জেলা পঞ্চগড়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) জেলার বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের মাড়েয়া আউলিয়ারঘাট মাঠে ভারতের নিজামউদ্দিন মার্কাজের (মাওলানা সাদ সাহেব) অনুসারী তাবলিগ জামাত এই ইজতেমার আয়োজন করে।

বৃহস্পতিবার তাবলিগ জামাতের পাকিস্তানি সাথি মো. আব্দুর রহমান আমবয়ান করেন এবং বাংলাদেশের সাথি মো. জিয়া বাংলায় তরজমার মধ্য দিয়ে এ জেলা ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়।

এর আগে গতকাল বুধবার (৫ জানুয়ারি) সকাল থেকে জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন এলাকা থেকে ইজতেমার মাঠে লোকজন আসতে শুরু করে। এ ছাড়া এ জেলা ইজতেমায় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলার হাজার হাজার সাথি ইজতেমায় অংশ নেন।

ইজতেমা আয়োজক কমিটি সূত্রে জানা যায়, আগামী ৮ জানুয়ারি বাংলাদেশের কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা বোরহানউদ্দিনের বয়ান শেষে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনব্যাপী এ জেলা ইজতেমা।

মো. রনি মিয়াজী/এনএ