করোনাভাইরাসের নতুন ধরণ ওমিক্রন প্রতিরোধে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে নানা সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল থেকে ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় ইমিগ্রেশন, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও কাস্টমস কর্তৃপক্ষের সহয়তায় এই উদ্যোগ বাস্তবায়ন হচ্ছে।

ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মনিরুল ইসলাম জানান, ওমিক্রন ঠেকাতে বন্দরে নানা ধরনের সতকর্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারত থেকে আগত প্রতিটি পণ্যবাহী ট্রাকের চাকা ব্লিচিং পাউডার ও পানি দিয়ে ধোয়া, চালক ও তাদের সহকারীদের হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, তাপমাত্রা দেখা, তাদের মাস্ক পরিধান করানো ও বন্দরের নির্দিষ্ট স্থানে রেখে তাদের খাওয়া ও বিশ্রামের ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মাধ্যমে ভোমরাসহ সাতক্ষীরায় ওমিক্রন ছড়ানো প্রতিরোধ করা যাবে। 

এসব কার্যক্রমের উদ্বোধনকালে ভোমরা স্থলবন্দর কাস্টমসের রাজস্ব কর্মকর্ত (প্রশাসন) আবুল কালাম আজাদ, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপী, ইমিগ্রেশন পুলিশের এএসআই জাহিদসহ সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আকরামুল ইসলাম/আরএআর