রাজশাহীতে ফের লাফিয়ে বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। রোববার (১৬ জানুয়ারি) ২২৩ নমুনা পরীক্ষায় ৭৭ জনের করোনা ধরা পড়েছে। গত এক দিনে জেলায় করোনা শনাক্তের হার ৩৩ দশমিক ১৯ শতাংশ। চলতি জানুয়ারিতে করোনা শনাক্তের সর্বোচ্চ হার এটি।

জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই ফের করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি বলে জানাচ্ছে জেলা সিভিল সার্জন দপ্তর। সূত্র জানায়, জানুয়ারির প্রথম সপ্তায় (১ থেকে ৭ জানুয়ারি) জেলায় ৯৬০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। তাতে করোনা শনাক্ত হয়েছে ৭৫ জনের। করোনা শনাক্তের শতকরা হার ৭ দশমিক ৮১ শতাংশ। 

জানুয়ারির দ্বিতীয় সপ্তায় সংক্রমণ বেড়েছে অন্তত ২ শতাংশ। ৮ থেকে ১৪ জানুয়ারি জেলায় ১ হাজার ৪৪২ জনের নমুনা পরীক্ষায় ১৪৪ জনের করোনা শনাক্ত হয়। এই সপ্তাহে করোনা শনাক্তের হার ৯ দশমিক ৯২ শতাংশ।

সিভিল সার্জন দপ্তর সূত্র আরও জানায়, ১ জানুয়ারি জেলায় ১৪২ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা ধরা পড়ে। করোনা শনাক্তের হার ২ দশমিক ৮২ শতাংশ। পরদিন এক লাফেই শনাক্তের হার দাঁড়ায় ৫ দশমিক ৪৫ শতাংশে। এরপর থেকে ক্রমেই বাড়ছে শনাক্তের হার। 

গত ৭ জানুয়ারি শনাক্তের হার নেমে আসে ২ শতাংশের নিচে। সেদিন নমুনা কম পরীক্ষা হওয়ায় শনাক্তের হারও কমে যায়। ১০ থেকে ১৪ জানুয়ারি ৫ দিনের মধ্যে চারদিনই করোনা শনাক্তের হার প্রায় ১২ শতাংশের কাছাকাছি। সর্বশেষ ১৬ জানুয়ারি রেকর্ড ৩৩ দশমিক ১৯ শতাংশ করোনা ধরা পড়ে।

এই পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়েছেন রাজশাহীর সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক। তিনি বলেন, জেলায় করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। এটি করোনার নতুন ধরন ওমিক্রনের প্রভাবে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। আমরা বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। 

তিনি আরও বলেন, ভ্যাকসিন নেওয়ার পাশাপাশি সবাই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তবে পরিস্থিতি বিবেচনায় আমরা নয়টি উপজেলায় হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলো প্রস্তুত রেখেছি। জেলার সদর হাসপাতাল চালুর প্রক্রিয়ায়ও শেষ পর্যায়ে। এছাড়া রামেক হাসপাতালে চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে।

জেলা সিভিল সার্জন দপ্তরের হিসেবে, ডিসেম্বরজুড়ে জেলায় ৬ হাজার ১৯২ নমুনা পরীক্ষায় ১৩১ জনের করোনা শনাক্ত হয়। করোনা শনাক্তের হার ছিল ২ দশমিক ১২ শতাংশ। নভেম্বরে তা ছিল আরও কম, ১ দশমিক ৮৬ শতাংশ। সেই মাসে ৬ হাজার ২৩৫ জনের নমুনা পরীক্ষায় ১১৬ জনের করোনা ধরা পড়ে। 

এছাড়া অক্টোবরে ৭ হাজার ৭ জনের নমুনা পরীক্ষা করোনা ধরা পড়ে ২৫০ করোনা শনাক্তের হার ৩ দিশমিক ৫৬ শতাংশ। সেপ্টেম্বরে করোনা শনাক্তের হার ছিল ৭ দশমিক ৭৮ শতাংশ। সেই মাসে ৮ হাজার ৬৪৭ জনের নমুনা পরীক্ষায় ৬৭৩ জনের করোনা ধরা পড়ে।

গত আগস্টে ১৮ হাজার ১৮১ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ২ হাজার ৯৫২ জনের। করোনা শনাক্তের হার ১৬ দশমিক ২৪ শতাংশ। এর আগে জুলাই মাসে করোনা শনাক্তের হার ছিল ১৯ দশমিক ২২ শতাংশ। সেই মাসে ৩৩ হাজার ৯৬৫ জনের নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়ে ৬ হাজার ৫২৮ জনের।

জেলায় এ পর্যন্ত ১ লাখ ৮৯ হাজার ৫৭৯ নমুনা পরীক্ষায় ২৮ হাজার ৫৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে করোনাজয় করেছেন ২৮ হাজার ৭ জন। জেলায় মহামারিতে প্রাণ হারিয়েছেন ৩২৭ জন। এর মধ্যে ২০৯ জন রাজশাহী সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।

এদিকে, রাজশাহীতে এ পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৮৬৮ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৩৮৫ জন। সিনোফার্ম টিকার প্রথম ডোজ নিয়েছেন ৮ লাখ ৪৯ হাজার ৬০৬ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫ লাখ ২ হাজার ৩৩৪ জন।

মডার্নার ভ্যাকসিন ২ লাখ ২ হাজার ১৩৫ জন প্রথম এবং ১ লাখ ৯৬ হাজার ৯২০ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। এছাড়া ফাইজার টিকার প্রথম ডোজ নিয়েছেন ৪২ হাজার ৮২৯ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ হাজার ৬০৬ জন।

ফেরদৌস সিদ্দিকী/এমএসআর