দিনাজপুরের নবাবগঞ্জে বালুবোঝাই ট্রাক্টরের ধাক্কায় হুমায়ূন আহমেদ (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলার শাল্টি মুরাদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হুমায়ূন আহমেদ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের শিবরামপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে। সে হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ। তিনি বলেন, সকাল সাড়ে ৯টার দিকে হুমায়ূন আহমেদ টিকা দেওয়ার জন্য নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিল। শাল্টি মুরাদপুর স্থানে পৌঁছালে বালুবোঝাই ট্রাক্টর অটোরিকশাকে ধাক্কা দেয়।

এ সময় শিক্ষার্থীরা গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছিলেন। পথে হুমায়ূন মারা যায়। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো দাবি না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এসপি