কাঠের ভেতরে পাচার করা হচ্ছিল ইয়াবা, যুবক আটক
কাঠের ভেতরে করে অভিনব কায়দায় রোহিঙ্গা ক্যাম্প থেকে ইয়াবা পাচারকালে আমিন নামে এক যুবককে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন-৮ (এপিবিএন)। সোমবার (১৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে উখিয়ার বালুখালী শফিউল্লাহ কাটা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আমিন বালুখালী গয়ালমারা এলাকার আবুল খায়েরের ছেলে।
বিজ্ঞাপন
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটক যুবককে জিজ্ঞাসাবাদ করলে সে কাঠের ভেতর লুকিয়ে রাখা ইয়াবা বের করা দেয়। ওই যুবকের সঙ্গে আরও দুইজন ছিল। তারা পালিয়ে গেছে। তাদের চিহ্নিত করে আটকের তৎপরতা চলছে।
এসপি
বিজ্ঞাপন