নগরীতে চুরি, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে ৪৯ জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। তাদের কাছ থেকে ৫টি মোটরসাইকেল, ৮টি বাইসাইকেলসহ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে ।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় আরপিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, চলতি মাসের ৭ হতে ১৮ জানুয়ারি পর্যন্ত আরপিএমপির কোতয়ালী থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৯ জন আসামিকে গ্রেফতার করেন। এদের মধ্যে চুরি, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন মামলার আসামি রয়েছে। টানা ১২ দিনের অভিযানে ৫টি মোটরসাইকেল, ৮টি বাইসাইকেল এবং ৪টি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে। গ্রেফতার আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

অতিরিক্ত উপপুলিশ কমিশনার আরও বলেন, চোরাই মালামাল উদ্ধারসহ বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারে কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হোসেন আলীর নেতৃত্বে এ অভিযানে অংশ নেন এসআই এরশাদ আলী, এসআই মনোয়ার হোসেন, এসআই মাহমুদুল হাসান ও এএসআই মুনমুন হোসাইনসহ সঙ্গীয় ফোর্স।

 অপরাধ নিয়ন্ত্রণে মহানগর এলাকাতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। 

ফরহাদুজ্জামান ফারুক/আরআই