বগুড়ায় লিফট ছিঁড়ে ছয়তলা থেকে পড়ে দুজনের মৃত্যু

বগুড়ার শাজাহানপুর উপজেলায় সাততলা একটি ভবনের লিফট ছিঁড়ে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার (০৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার সাজাপুর এলাকার তামিম অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পোলট্রি ফার্ম ভবনে এ ঘটনা ঘটে।

মৃত দুই ব্যক্তি তামিম অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিক। তারা হলেন পঞ্চগড় জেলা সদরের সাইফুল ইসলামের ছেলে রশিদুল ইসলাম (১৯) ও বোদা উপজেলার কামারমারিয়া গ্রামের ফাগুন দেবদাসের ছেলে নারায়ণ দেবদাস (২৫)। ৫০ কেজি ওজনের ছয় বস্তা মুরগির খাবার নিয়ে সাততলায় ওঠার সময় লিফট ছিঁড়ে তাদের মৃত্যু হয়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

তামিম অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড পোলট্রি ফার্মের ইনচার্জ আলমগীর হোসেন বলেন, সাততলা ভবনের প্রতি তলায় পোলট্রি ফার্ম রয়েছে। লিফটের মাধ্যমে প্রতিনিয়ত মুরগির খাবার ওঠানো হয়। 

আলমগীর হোসেন বলেন, বুধবার ভোর সোয়া ৬টার দিকে নারায়ণ দেবনাথ ও রশিদুল ইসলাম ফার্মে কাজ শুরু করেন। কিছুক্ষণ পর তারা দুজন নিচে যান। এরপর ৫০ কেজি ওজনের ছয় বস্তা খাবার নিয়ে লিফট দিয়ে ওপরে উঠছিলেন। ছয়তলায় পৌঁছা মাত্রই তার ছিঁড়ে লিফট নিচে পড়ে যায়। এতে একজন মাথায় গুরুতর আঘাত পান। অপরজন শরীরের বিভিন্ন স্থানে আঘাতের পাশাপাশি এক পা বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর অবস্থায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্র জানায়, এর আগে দুবার একই ভবনে লিফট ছিঁড়ে দুর্ঘটনা ঘটেছে। কিন্তু সেসময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। লিফটের ক্যাবল পুরাতন ও দুর্বল ছিল। লিফটে ধারণক্ষমতার বাইরে মালামাল বহন করা হয়েছিল।

সাখাওয়াত হোসেন জনি/এএম