খুলনায় বেড়েছে করোনা সংক্রমণ। চলতি মাসের শুরু থেকেই বাড়তে শুরু করে শনাক্তের সংখ্যা।

শনিবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের পরীক্ষায় ৩০ দশমিক ৮৫ শতাংশ করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, খুলনা মেডিকেল কলেজ পিসিআর মেশিনে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ২২৩ জন খুলনা মহানগর ও জেলার। সবমিলিয়ে ৮৭ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনা মহানগর ও জেলার ৮৩ জন। 

এছাড়া সাতক্ষীরা, নড়াইল, গোপালগঞ্জ ও বরিশালের একজনের করে শনাক্ত হয়েছে। ২০০ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড খুলনা করোনা হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যাও। 

করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, শনিবার সকাল পর্যন্ত হাসপাতালে ১৭ জন রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে রেডজোনে ৮ জন এবং ইয়েলো জোনে ৯ জন চিকিৎসাধীন রয়েছেন। 

আরএইচ