র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী

স্ত্রী ও মেয়েসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য (এমপি) র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। সোমবার (২৪ জানুয়ারি) বিকেলে স্ত্রী প্রফেসর ফাহিমা খাতুন, মেয়ে অন্বেষা ও নিজের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়ে ফেসবুক পোস্ট দেন এমপি মোকতাদির।

প্রফেসর ফাহিমা খাতুন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক। বর্তমানে তিনি ইউনিভার্সিট অব ব্রাহ্মণবাড়িয়ার ট্রেজারার পদে কর্মরত আছেন।

এমপি মোকতাদির চৌধুরীর ব্যক্তিগত সহকারী এমএএইচ মাহবুব আলম জানান, সোমবার সকালে সংসদ সদস্য নিজের এবং তার স্ত্রী ও মেয়ের করোনা পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা দেন। বিকেলে তাদের তিনজনের রিপোর্টই পজিটিভ এসেছে।

এমপি মোকতাদির চৌধুরী জানান, করোনা পজিটিভি হলেও শারীরিক কোনো সমস্যা হচ্ছে না। সেজন্য বাড়িতে থেকেই তারা চিকিৎসা নেবেন।

আজিজুল সঞ্চয়/আরএআর