শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের অব্যাহতির দাবিতে জয়পুরহাটে প্রতীকী অনশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে জয়পুরহাট জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শহরের রামদেও সরকারি বাজলা উচ্চবিদ্যালয়ের শহীদ মিনারে এই অনশন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনশনরত নেতাকর্মীরা বলেন, সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ন্যায় বিচার, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, হলগুলোয় আবাসন সমস্যার সমাধান ও মানসম্মত খাবার পরিবেশন নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে শাবিপ্রবির উপাচার্যকে অব্যাহতি দিতে হবে।

এই অনশনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মো. শামছুল হক, যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন মাসুদ রানা প্রধান, জেলা ছাত্রদল সভাপতি মামুনুর রশীদ প্রধান, সাধারণ সম্পাদক মোক্তাদুল হক আদনান, সরকারি কলেজ ছাত্রদল আহ্বায়ক রেজাউল করিম রেজা, সদস্যসচিব পিয়াস আহমেদ পৃথিবী, সদর থানা‌ ছাত্রদলের সদস্যসচিব রিপন‌ আহমেদ, মেহেদী হাসান, পাঁচবিবি উপজেলা ছাত্রদল আহ্বায়ক ফয়সাল হোসেন আপেলসহ অনেকেই।

চম্পক কুমার/এনএ