কক্সবাজারের পেকুয়া উপজেলায় মোহছেনা (৩০) নামের এক নারীকে হাত-পায়ের রগ কেটে হত্যার ঘটনায় তার স্বামী রিদুয়ানসহ (৩২) দুজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ জানুয়ারি) রাতে উপজেলার বদরখালী থেকে তাকে আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

তিনি জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বদরখালী এলাকায় অভিযান চালিয়ে মোহছেনার স্বামী রিদুয়ানকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো প্রক্রিয়া চলছে।

নিহত মোহছেনা বেগম কক্সবাজার শহরের খাজা মানজিল এলাকার ছাবের আহমেদের মেয়ে। তিনি তিন সন্তানের জননী। তার ভ্যানিটি ব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

উল্লেখ্য, এর আগে রোববার (২৩ জানুয়ারি) রাতে পরিকল্পিতভাবে স্ত্রী মোহছেনা বেগমকে হাত-পায়ের রগ কেটে হত্যা করেন স্বামী রিদুয়ান। পরে মঙ্গলবার ভোরে উপজেলা সদরের নুইন্যামুইন্যা এলাকায় একটি সেতুর পাশে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এনএ