দক্ষিণাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী বোম্ব বাবুল গ্রেফতার
অস্ত্র ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম এবং তাজা বোমাসহ দক্ষিণাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী বোম্ব বাবুলকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান-৮ (র্যাব)। শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে বরিশাল নদী বন্দরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
দুপুরে র্যাব-৮ এর সদর দফতরে এক সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান উপ পরিচালক মেজর জাহাঙ্গীর আলম।
বিজ্ঞাপন
মেজর জাহাঙ্গীর আলম জানান, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক পুলিশ সুপার শফিকুল ইসলাম ও স্কোয়াড অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলমের নেতৃত্বে শুক্রবার ভোররাতে বরিশাল নদী বন্দরে অভিযান চালানো হয়। এ সময় ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদি এলাকার মোজাফর হাওলাদারের ছেলে বাবুল হাওলাদার ওরফে বোম্ব বাবুলকে আটক করা হয়।
বিজ্ঞাপন
পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, চার রাউন্ড অ্যামোনেশন, তিনটি তাজা বোমা, বোমা তৈরিতে ব্যবহৃত ৮শ গ্রাম গান পাউডার, ২৪টি ম্যাচ, ৫০টি মার্বেল, দুই প্যাকেট বিয়ারিং বল, ১০টি জর্দার কৌটা, ১২টি বিস্ফোরক ভর্তি কলম, ৫টি লাল টেপ, তিন রঙের বৈদ্যুতিক তার ৫ মিটার, ২ কেজি কাঁচের টুকরো ও বোমা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ও ১৫২০ টাকা জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে বাবুল স্বীকার করে, সে পেশাদার অস্ত্র ব্যবসায়ী ও বোমা তৈরির কারিগর।
র্যাব-৮ এর উপ-পরিচালক মেজর জাহাঙ্গীর আলম বলেন, খোঁজ নিয়ে জানা গেছে আটক বাবুলের বিরুদ্ধে ভোলা সদর ও দৌলতখান থানায় হত্যা, ডাকাতি, মাদক ও নারী নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে বরিশাল কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে এবং থানায় সোপর্দ করা হয়েছে।
সৈয়দ মেহেদী হাসান/আরআই