নিজ ঘরে পড়ে ছিল কাপড় ব্যবসায়ীর মরদেহ
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় নিজের শোয়ার ঘর থেকে রিয়াজ উদ্দীন (৬৫) নামে এক কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রিয়াজ উপজেলা শদরের শহীদ ডা. শামসুল হক সড়কের জামিল গার্মেন্টসের মালিক। তিনি এলাকার মৃত কমর উদ্দিনের ছেলে।
বিজ্ঞাপন
পুলিশ সূত্র জানায়, সকাল ৮টার দিকে খবর পেয়ে ব্যবসায়ী রিয়াজ উদ্দিনের তিনতলা বাসভবনের নিচতলার শোয়ার ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নিহতের বড় ছেলে জামিল উদ্দিন বলেন, প্রতিদিনের মতো বাবা-মা নিচতলায় আলাদা রুমে ঘুমান। আমরা চার ভাই ওপরের তলায় ঘুমাই। মা সকালে বাবার রুমে গিয়ে বিছানায় রক্তাক্ত অবস্থায় দেখে আমাদের খবর দেন।
তিনি আরও বলেন, আমার বাবা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগের কারণে অসুস্থ হয়ে শয্যাশায়ী। বাবার কোনো শত্রু নেই।
বিজ্ঞাপন
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশের টিম এরই মধ্যে কাজ শুরু করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
শরিফুল ইসলাম/আরআই