নোয়াখালীর কবিরহাটে বসতবাড়ির সামনে থেকে তিন কেজি গাঁজাসহ মো. নিজাম উদ্দিন ওরফে মিজান (২৯) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ০২নং ওয়ার্ডের পশ্চিম রাজুর গাঁও গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. নিজাম উদ্দিন কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের পশ্চিম রাজুর গাঁও গ্রামের মো. দুলালের ছেলে।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে কবিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি) বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

হাসিব আল আমিন/এইচকে