নোয়াখালীতে শীতার্তদের পাশে পারি ফাউন্ডেশন
শীতের উষ্ণতা বিলিয়ে দেওয়ার জন্য নোয়াখালীর সুবর্ণচরের শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন পারি ফাউন্ডেশন।
শনিবার (২৯ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বর ও খাসেরহাটসহ বিভিন্নস্থানে ৩ শতাধিক নারী-পুরুষের মধ্যে কম্বল বিতরণ করেছে তারা।
বিজ্ঞাপন
শীতবস্ত্র নিতে আসা বৃদ্ধ হোসেন মাঝি ঢাকা পোস্টকে বলেন, বাজান (বাবা) শীত সহ্য করতে মেলা (অনেক) কষ্ট। মনে হয়ে গায়ে ঢুকে যায় শীত। একটা কম্বল অনেক উপকার হইবো।
অসহায় এক নারী ঢাকা পোস্টকে বলেন, যাদের আমরা চিনি না তারা আমাদের কম্বল দিসে। এমন মানুষদের ভোলা যাবে না। আমাদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ।
সংগঠনের স্বেচ্ছাসেবী নুর মোহাম্মদ মনু ঢাকা পোস্টকে বলেন, পারি ফাউন্ডেশন একটি আস্থার নাম। এখানে আমরা সবাই মানসিক প্রশান্তির জন্য কাজ করি। সুবর্ণচরের এমন অনেক এলাকা রয়েছে যেখানে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজন। আমরা আমাদের সাধ্যমতো ৩ শতাধিক অসহায় নারী-পুরুষের পাশে দাঁড়িয়েছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাল্লাহ।
প্রসঙ্গত, ২০১৬ সালের মার্চ মাসে পারি ফাউন্ডেশন আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর থেকে অসহায় ও হতদরিদ্র মানুষকে নিয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে।
বিজ্ঞাপন
এরই অংশ হিসেবে প্রতিনিয়ত অসহায় মানুষের মাঝে অনুষ্ঠানে বেঁচে যাওয়া খাবার সংগ্রহ ও বিতরণ, মাত্র দুই টাকার বিনিময়ে চিকিৎসা সেবা, শীতবস্ত্র বিতরণ, প্রাকৃতিক দুর্যোগে সহায়তা, পাখির নিরাপদ-নিবাস প্রতিষ্ঠা, রমজানে ইফতার বিতরণ এবং স্বেচ্ছায় রক্তদানসহ অসংখ্য কার্যক্রম তারা পরিচালনা করছে।
হাসিব আল আমিন/এমএএস