গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে চারজনের প্রাণ গেছে করোনায়। এর মধ্যে রাজশাহী, নওগাঁ, সিরাজগঞ্জ ও বগুড়ায় মারা গেছেন একজন করে। এ নিয়ে বিভাগে করোনায় প্রাণহানি দাঁড়াল ১ হাজার ৭০৫ জনে। গত একদিনে বিভাগের আট জেলায় ২ হাজার ৩০ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৮৯১ জনের। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ৪৩ দশমিক ৮৯ শতাংশ।

রোববার (৩০ জানুয়ারি) বিকেলে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত আলাদা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এই দুই প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, বিভাগে এ পর্যন্ত করোনা ধরা পড়েছে ১ লাখ ৮ হাজার ৯৯৯ জনের। এর মধ্যে গত একদিনে করোনা ধরা পড়েছে ৮৯১ জনের। করোনা শনাক্তের হার ৪৩ দশমিক ৮৯ শতাংশ। 

এই একদিনে বিভাগে সর্বোচ্চ ৬২৪ জনের নমুনা পরীক্ষায় ৩৭৭ জনের করোনা ধরা পড়েছে রাজশাহীতে। এই জেলায় করোনা শনাক্তের শতকরা হার ৬০ দশমিক ৪২ শতাংশ। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১০৬ জনের নমুনা পরীক্ষায় ৪৬ জনের করোনা ধরা পড়েছে। এই জেলায় করোনা শনাক্তের হার ৪৩ দশমিক ৪০ শতাংশ। নাটোরে ১৩৮ জনের নমুনা পরীক্ষায় ৬৩ জনের করোনা ধরা পড়েছে। জেলায় করোনা শনাক্তের হার ৪৫ দশমিক ৬৫ শতাংশ। নওগাঁয় ৭৪ জনের নমুনা পরীক্ষায় ৩৯ জনের করোনা ধরা পড়েছে। জেলায় করোনা শনাক্তের হার ৫২ দশমিক ৭০ শতাংশ।

এ ছাড়া পাবনায় ৫১৭ জনের নমুনা পরীক্ষায় ১৫০ জনের করোনা ধরা পড়েছে। জেলায় করোনা শনাক্তের হার ২৯ দশমিক ০১ শতাংশ। সিরাজগঞ্জে ৮৮ জনের নমুনা পরীক্ষায় ৩৫ জনের করোনা ধরা পড়েছে। জেলায় করোনা শনাক্তের হার ৩৯ দশমিক ৭৭ শতাংশ। বগুড়ায় ৩৪৩ জনের নমুনা পরীক্ষায় ১৩৫ জনের করোনা ধরা পড়েছে। করোনা শনাক্তের হার ৩৯ দশমিক ৬৫ শতাংশ। আর জয়পুরহাটে ১৪০ জনের নমুনা পরীক্ষায় ৪৫ জনের করোনা ধরা পড়েছে। এই জেলায় করোনা শনাক্তের হার ৩২ দশমিক ১৪ শতাংশ। 

এদিকে, বিভাগজুড়ে এ পর্যন্ত ১ হাজার ৭০৫ জনের প্রাণ নিয়েছে করোনা। বিভাগে সর্বোচ্চ ৬৯২ জন মারা গেছে বগুড়ায়। এ ছাড়া রাজশাহীতে ৩২৯, নাটোরে ১৭৫, চাঁপাইনবাবগঞ্জে ১৬০, নওগাঁয় ১৪৬, সিরাজগঞ্জে ৯৭, জয়পুরহাটে ৬৬ এবং পাবনায় ৪০ জনের মৃত্যু হয়েছে করোনায়।

এ পর্যন্ত বিভাগজুড়ে করোনা জয় করেছেন ৯৮ হাজার ২৮৮ জন। এর মধ্যে গত একদিনে সুস্থ হয়েছে ২২৫ জন। এ পর্যন্ত করোনা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৮ হাজার ৭১১ জন। গত একদিনে হাসপাতালে এসেছেন ৫৭ জন।

বর্তমানে করোনা নিয়ে কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৭২ জন। গত একদিনে কোয়ারেন্টাইন শেষ করেছেন ১৪৫ জন। আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন ৫৯ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৫৮ জন। 

ফেরদৌস সিদ্দিকী/আরআই