সিরাজগঞ্জের চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টেকনোলজিস্ট না থাকায় দেড় মাস ধরে করোনা পরীক্ষা বন্ধ রয়েছে। এতে দুর্ভোগ বেড়েছে করোনা পরীক্ষা করতে আসা রোগীদের।

সরেজমিনে চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা যায়, জ্বর, ঠান্ডা ও কাশি নিয়ে অনেকে করোনা পরীক্ষা করতে এসেছেন। তবে টেকনোলজিস্ট না থাকায় তারা ফিরে যাচ্ছেন। 

এ সময় কথা হয় করোনা পরীক্ষা করতে আসা আখি সিদ্দিকা, বিলকিস পারভীন, আকবর আলীর সঙ্গে। তারা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষা বন্ধ দেড় মাস ধরে। তাই পার্শ্ববর্তী বেলকুচি ও নাগরপুর যাচ্ছি পরীক্ষা করাতে। এতে আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। কারণ যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গাছে, টেকনোলজিস্ট থাকাকালীন প্রতিদিন প্রায় ১৪-১৫ জন রোগীর করোনা পরীক্ষা করা হতো। তবে এখন তা সম্ভব হচ্ছে না। রোগীরা বাড়ি ফিরে যাচ্ছেন।

চৌহালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. আব্দুল কাদের বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র দুজন মেডিকেল টেকনোলজিস্ট ছিল। তারাও বদলি হয়ে অন্য স্থানে চলে গেছে। ফলে দেড় মাস ধরে করোনার পরীক্ষা বন্ধ রয়েছে। দ্রুত পদক্ষেপ নিতে বিষয়টি সিভিল সার্জন মহোদয়কে জানানো হয়েছে।  

সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. রাম পদ রায় ঢাকা পোস্টকে বলেন, টেকনোলজিস্ট কম থাকায় জেলায় নমুনা পরীক্ষা করতে হিমশিম খেতে হচ্ছে। তবে চৌহালীতে করোনা পরীক্ষা শুরু করতে দ্রুত মেডিকেল টেকনোলজিস্ট নিযোগ দেওয়া হবে।

শুভ কুমার ঘোষ/এসপি