কুমিল্লার মুরাদনগর উপজেলার ১২ নং রামচন্দ্রপুর উত্তর ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৩১ জানুয়ারি) দুপুর দেড়টায় সাহেবনগর মাহুতিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সাবেক মেম্বার বাহাউদ্দিন, আনোয়ার হোসেন, হাবিব ও কাদির। আনোয়ার আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করে কেন্দ্রে দায়িত্বরত এসআই সত্যজিৎ ধর বলেন, ভোটগ্রহণ সুষ্ঠুভাবে চলছিল। হঠাৎ কেন্দ্রের বাইরে উত্তেজনা সৃষ্টি হলে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। শুনেছি কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

সাহেবনগর মাহুতিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মাহবুবর রহমান বলেন, এই কেন্দ্রটি খুবই ছোট। ভোটারদের নিয়ন্ত্রণ করতে কষ্ট হয়েছে। ভোটকেন্দ্রে প্রবেশের সময় বাকবিতণ্ডার ঘটনায় সংঘর্ষের ঘটনা ঘটে। এক ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল। পরে আবার ভোটগ্রহণ শুরু হয়েছে।

অমিত মজুমদার/আরআই