চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হাঁসের মাংস বলে ব্রয়লার মুরগির মাংস খেতে দেওয়ার ঘটনায় হোটেল মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শুনানি শেষে এ জরিমানা করা হয়।  

চাঁপাইনবাবগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস সামাদ জানান, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে শুনানির জন্য উভয়পক্ষকে ডাকা হয়। উভয়পক্ষের বক্তব্য শুনে মাংসের প্রতারণার বিষয়টি প্রমাণিত হয়। 

তিনি আরও জানান, অভিযুক্ত নাচোলের বাসস্ট্যান্ড মোড়ের রাজ ফুড ক্যাসেল অ্যান্ড মিষ্টান্ন ভাণ্ডারের মালিক কামরুজ্জামান রুবেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিধি অনুযায়ী জরিমানার এক চতুর্থাংশ টাকা অভিযোগকারী আমানুল্লাহ'র হাতে তুলে দেয়া হয়।  

প্রসঙ্গত, গত ২৬ ডিসেম্বর জেলার নাচোল উপজেলার ঘুরতে গিয়ে বাসস্ট্যান্ড মোড়ের রাজ ফুড ক্যাসেল অ্যান্ড মিষ্টান্ন ভাণ্ডারে খেতে গেলে হাঁসের মাংসের সঙ্গে ব্রয়লার মুরগির মাংস খেতে দেন হোটেল কর্তৃপক্ষ। এ ঘটনায় ভুক্তভোগী আমানুল্লাহ বাদী হয়ে ২৮ ডিসেম্বর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ বরাবর লিখিত অভিযোগ করেন।  

মো. জাহাঙ্গীর আলম/এমএএস