ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাত্র এক ভোট বেশি পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন উজ্জ্বল মিয়া (৩৫)। তিনি উপজেলার নারান্দী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড থেকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ওই ওয়ার্ড থেকে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তার মধ্যে উজ্জ্বল মিয়া (ফুটবল প্রতীক) পেয়েছেন ৪৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একই গ্রামের মো. শফিকুল ইসলাম মানিক (আপেল প্রতীক) পেয়েছেন ৪৮৪ ভোট। মাত্র এক ভোট বেশি পেয়ে উজ্জ্বল মিয়া বেসরকারিভাবে বিজয়ী হন।

উজ্জ্বল মিয়া বলেন, আমি দরিদ্র জনগোষ্ঠীর পাশে থেকে এলাকায় উন্নয়নে কাজ করে যাব। ইউনিয়ন পরিষদের সব বরাদ্দ এলাকার মানুষের জীবনমান উন্নয়নের জন্য ব্যয় করব।

রির্টানিং কর্মকর্তা প্রলয় কুমার সাহা ঢাকা পোস্টকে বলেন, দুজন প্রার্থীর এক ভোটের ব্যবধান হওয়ায় আমরা কয়েকবার ভোট গণনা করেছি। শেষ পর্যন্ত বেসরকারিভাবে মাত্র এক ভোটের ব্যবধানে মো. উজ্জ্বল মিয়াকে বিজয়ী ঘোষণা করি।

এসকে রাসেল/এসপি