কুমিল্লায় একদিনে করোনাভাইরাসে আক্রাক্ত হয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩০০ জন। এর মধ্যে ৯৫ জন বিদেশগামী রয়েছেন।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়।

গত ২৪ ঘণ্টায় কুমিল্লা সিটি ও বুড়িচং উপজেলায় করোনা আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এদিন সুস্থ হয়েছেন আরো ৪৫ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় বিদেশগামীসহ ১ হাজার ৫৮৩ জনের করোনাভাইরাসের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। শনাক্তের হার ২৫ দশমিক ৮ শতাংশ।

কুমিল্লার সিভিল সার্জন মীর মোবারক হোসেন জানান, এ পর্যন্ত কুমিল্লায় পরীক্ষার জন্য ২ লাখ ১৬ হাজার ৯৪১ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে ২ লাখ ১৪ হাজার ৮৫৪ জন। এর মধ্যে ৪১ হাজার ৯৮৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৩৮ হাজার ৭১৬ জন। আর মারা গেছেন ৯৬৬ জন। 

অমিত মজুমদার/এমএএস