আগামী ১০ ফেব্রুয়ারি অষ্টম ধাপে ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে উচ্চ আদালতের আদেশে পরিপ্রেক্ষিতে আগামী ৪ সপ্তাহের জন্য ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হয়েছে। 

রোববার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত একটি পত্রে এ কথা বলা হয়েছে।  

সেখানে বলা হয়েছে, হাইকোর্টে রিট পিটিশন করায় ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন আদেশের তারিখ থেকে চার সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন আল মামুন তথ্য নিশ্চিত করে জানান, লালমোহনের বদরপুর ইউনিয়নে সীমানা জটিলতা এবং ভোটার সংক্রান্ত একটি মামলা উচ্চ আদালতে চলমান রয়েছে। তাই আদালত আগামী চার সপ্তাহের জন্য নির্বাচন স্থগিত করেছেন। 

ভোটগ্রহণের তিন দিন আগে নির্বাচন বন্ধ হওয়ায় জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। 

প্রসঙ্গত, বদরপুর ইউনিয়নে ৭ জন চেয়ারম্যান প্রার্থীসহ ৭১ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

ইমতিয়াজুর রহমান/এসপি