সপ্তম ধাপের ইউপি নির্বাচনে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় নৌকার ভরাডুবি হয়েছে। উপজেলার ১১ ইউপির মধ্যে আওয়ামী লীগ জয় পেয়েছে মাত্র তিনটিতে। বাকী আট ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী তিন, জাতীয় পার্টি তিন এবং দুটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

সোমবার (০৭ জানুয়ারি) রাতে বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী ঈশ্বরগঞ্জ ইউনিয়নে আবু হানিফা, আঠারবাড়ি ইউনিয়নে জুবের আলম রূপক ও তারুন্দিয়া ইউনিয়নে হাসান মাহমুদ নৌকা নিয়ে বিজয়ী হয়েছেন।

অন্যদিকে সরিষা ইউনিয়নে চশমা প্রতীক নিয়ে একরাম হোসেন ভুঁইয়া, জাটিয়া ইউনিয়নে চশমা প্রতীকের শামসুল হক ঝন্টু এবং বড়হিত ইউনিয়নে ঘোড়া প্রতীক নিয়ে আজিজুল হক ভুঁইয়া মিলন জয় পেয়েছেন। তারা আওয়ামী লীগের বিদ্রোহী হয়ে নির্বাচন করেছিলেন।

জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে মাইজবাগ, রাজিবপুর ও উচাখিলা ইউনিয়নে নির্বাচিত হয়েছেন ছাইদুল ইসলাম বাবুল, আবদুল আলী ফকির ও আনোয়ারুল হাসান খান সেলিম। অপরদিকে সোহাগী ইউনিয়নে কাদির আহম্মেদ ভুঁইয়া টেবিল ফ্যান প্রতীকে ও আনারস প্রতীক নিয়ে শিহাব উদ্দিন আকন্দ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন।

উবায়দুল হক/এসপি