বরিশালে করোনা শনাক্তের হার ৩৯.৬৮ শতাংশ
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ২৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে কেউ মারা যায়নি। তবে সুস্থ হয়েছেন ২৬৭ জন। শনাক্তের হার ৩৯ দশমিক ৬৮ শতাংশ।
মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. হুমায়ন শাহীন খান জানান, জেলাভিত্তিক তথ্যে গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে ১০৩ জন। এ পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৬০৫ জন। সুস্থ হয়েছেন ১৮ হাজার ৮২৭ জন। মোট মারা গেছেন ২৩২ জন।
পটুয়াখালীতে নতুন শনাক্ত হয়েছেন ২৮ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৮৬৮ জন। ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও মোট মারা গেছেন ১০৯ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৫০ জন।
বিজ্ঞাপন
ভোলায় নতুন ৩১ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬৩৬ জন। ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৯২ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ৯৩৪ জন।
পিরোজপুরে নতুন ৩১ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১৬৯ জন। ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৮৩ জন। মোট সুস্থ হয়েছেন ৫ হাজার ৩২৪ জন।
বরগুনায় নতুন ২২ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৭৯ জন। মোট মারা গেছেন ৯৯ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৯২ জন।
ঝালকাঠিতে নতুন ৩৩ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৯৩ জন। জেলায় মোট মারা গেছেন ৬৯ জন। সুস্থ হয়েছেন ৪ হাজার ৭৬১ জন।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, গত ২৪ ঘণ্টায় ১৮৯ জনের নমুনা আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ৭৫ জন পজিটিভ ও ১০২ জনের নেগেটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৯ দশমিক ৬৮ শতাংশ। করোনা ইউনিটে বর্তমানে মোট রোগী ভর্তি আছেন ২৪ জন। এর মধ্যে ২১ জন করোনা পজিটিভ।
বরিশাল বিভাগের পটুয়াখালী জেলায় ২০২০ সালের ৯ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সেই থেকে ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ৮টা পর্যন্ত বিভাগের ছয় জেলায় মোট শনাক্ত হয়েছে ৫১ হাজার ৫০ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৮৪ জন এবং সুস্থ হয়েছেন ৪৬ হাজার ৮৮ জন।
সৈয়দ মেহেদী হাসান/এসপি