করোনার টিকা নিয়ে বাড়ি ফেরা হলো না উর্মির
নিহতের ছোট ভাই ও স্বজনদের আহাজারি
করোনার টিকা নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাক্টরচাপায় উর্মি আক্তার নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা সদরের পৌর গোরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত উর্মি আক্তার করিমগঞ্জের নিয়ামতপুর এলাকার রতন মিয়ার মেয়ে। সে নিয়ামতপুর স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।
বিজ্ঞাপন
এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে দীর্ঘ আড়াই ঘণ্টা বিক্ষোভ করেন। এ কারণে করিমগঞ্জ-চামড়া নৌ বন্দর সড়কে শত-শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার উর্মি আক্তার উপজেলার জাফরানাদে অবস্থিত রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে করোনার দ্বিতীয় ডোজ টিকা নিতে যায়। টিকা নিয়ে দুপুর দেড়টার দিকে একটি অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে পৌর গোরস্থান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই উর্মি নিহত হয়।
বিজ্ঞাপন
করিমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই ঘাতক ট্রাক্টরের চালক পালিয়ে যান। এ ঘটনায় করিমগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।
এসকে রাসেল/আরএআর