রাজশাহীজুড়ে করোনা শনাক্তের হার ১৭ শতাংশ
গত এক দিনে রাজশাহী বিভাগের আট জেলায় ১ হাজার ৫৭৩ জনের নমুনা পরীক্ষায় ২৬৬ জনের করোনা ধরা পড়েছে। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ১৭ শতাংশ। এদিকে, গত এক দিনে নাটোর জেলায় একজনের প্রাণ নিয়েছে করোনা। এর বাইরে বিভাগের বাকি সাত জেলায় করোনায় প্রাণহানির খবর নেই।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত আলাদা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এই দুই প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, বিভাগে এ পর্যন্ত করোনা ধরা পড়েছে ১ লাখ ১৬ হাজার ৯২৫ জনের। এর মধ্যে গত এক দিনে করোনা ধরা পড়েছে ২৬৬ জনের।
এই একদিনে রাজশাহী জেলায় ৪২২ জনের নমুনা পরীক্ষায় ৫৯ জনের করোনা ধরা পড়েছে । এই জেলায় করোনা শনাক্তের শতকরা হার ১৪ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জে ৮২ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের করোনা ধরা পড়েছে। এই জেলায় করোনা শনাক্তের হার ২৪ শতাংশ। নাটোরে ৮০ জনের নমুনা পরীক্ষায় ২১ জনের করোনা ধরা পড়েছে। জেলায় করোনা শনাক্তের হার ২৬ শতাংশ। নওগাঁয় ১৫৭ জনের নমুনা পরীক্ষায় ২৭ জনের করোনা ধরা পড়েছে। জেলায় করোনা শনাক্তের হার ১৭ শতাংশ।
বিজ্ঞাপন
এ ছাড়া পাবনায় ১৬৯ জনের নমুনা পরীক্ষায় ৪২ জনের করোনা ধরা পড়েছে। এই জেলায় করোনা শনাক্তের শতকরা হার ২৫ শতাংশ। সিরাজগঞ্জে ২৮৪ জনের নমুনা পরীক্ষায় ৫৭ জনের করোনা ধরা পড়েছে। এই জেলায় করোনা শনাক্তের হার ২০ শতাংশ। বগুড়া জেলায় ২৫৬ জনের নমুনা পরীক্ষায় ২৬ জনের করোনা ধরা পড়েছে। এই জেলায় করোনা শনাক্তের হার ১২ শতাংশ এবং জয়পুরহাটে ১২৩ জনের নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা ধরা পড়েছে। এই জেলায় করোনা শনাক্তের হার ১১ শতাংশ।
এদিকে, বিভাগজুড়ে এ পর্যন্ত ১ হাজার ৭৩০ জনের প্রাণ নিয়েছে করোনা। বিভাগে সর্বোচ্চ ৭০২ জন মারা গেছে বগুড়ায়। এ ছাড়া রাজশাহীতে ৩৩৫, নাটোরে ১৭৭, চাঁপাইনবাবগঞ্জে ১৬৩, নওগাঁয় ১৪৯, সিরাজগঞ্জে ৯৭, জয়পুরহাটে ৬৭ এবং পাবনায় ৪০ জনের মৃত্যু হয়েছে এই মহামারিতে।
এ পর্যন্ত বিভাগজুড়ে করোনা জয় করেছেন ১ লাখ ৪ হাজার ৯২৪ জন। এর মধ্যে গত এক দিনে সুস্থ হয়েছে ৬৫৭ জন। এ পর্যন্ত করোনা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৯ হাজার ২০৫ জন। গত একদিনে হাসপাতালে এসেছেন ২২ জন।
বর্তমানে করোনা নিয়ে কোয়ারেন্টাইনে রয়েছেন ১৩৭ জন। গত একদিনে কোয়ারেন্টাইন শেষ করেছেন ২০৭ জন। আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন ৬৩ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৮৯ জন।
ফেরদৌস সিদ্দিকী/আরআই