ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের নেতৃত্বে ফুজায়েল-হৃদয়
রুবেল চৌধুরী ফুজায়েল ও মোহসিন মিয়া হৃদয়
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রুবেল চৌধুরী ফুজায়েলকে। আর সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহসিন মিয়া হৃদয়কে সদস্য সচিব করা হয়েছে।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ছাত্রদলের সহ-দফতর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
এর আগে গত ২২ জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল স্বাক্ষরিত এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়ার কথা বলা হয় বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞাপন
নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হয়েছেন ইব্রাহিম আহমেদ শাহীন, সমীর চক্রবর্তী এবং সাজিদুর রহমান।
আজিজুল সঞ্চয়/আরএআর