বাগেরহাটের শরণখোলায় অ্যাম্বুলেন্সের অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ তিনজন দগ্ধ হয়েছেন। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাতে শরণখোলা উপজেলার রায়েন্দা-মাছুয়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন- অ্যাম্বুলেন্সের চালক মো. মামুন, চালকের সহকারী মিলন ও শিমুল। তিনজনেরই দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থান  গুরুতর দগ্ধ হয়েছে।

অ্যাম্বুলেন্সের চালক মো. মামুন বলেন, রায়েন্দা বাজারের ফেরিঘাট এলাকায় নুরুল ইসলাম মীর নামে এক শ্বাসকষ্টের রোগীর জন্য অ্যাম্বুলেন্সে একটি অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাচ্ছিলাম। বাড়িতে পৌঁছে অ্যাম্বুলেন্স থেকে সিলিন্ডারটি নামানোর সময় বিস্ফোরিত হয়।  

শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন বলেন, অগ্নিগদ্ধ তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনজনেরই দুই হাত পুড়ে গেছে। একজনের মাথায় সামান্য ক্ষত হয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

তানজীম আহমেদ/এসপি