সিলেটে পাসের হার ৯৪.৮০, জিপিএতে এগিয়ে ছাত্রীরা
উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ। গত বছর (২০২০ সাল) এইচএসসিতে সিলেট বোর্ডে পাসের হার ছিল (অটোপাস) শতভাগ।
রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট শিক্ষা বোর্ডের কনফারেন্স হলে ফলাফল ঘোষণা করেন বোর্ডের সচিব অধ্যাপক মো. কবির আহমদ। এ সময় ফলাফলের পরিসংখ্যান তুলে ধরেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল।
বিজ্ঞাপন
অরুণ চন্দ্র পাল জানান, এ বছর সিলেট শিক্ষা বোর্ডে মোট ৬৭ হাজার ৯৯৮ পরীক্ষার মধ্যে ৬৬ হাজার ৬৬১ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ৬৩ হাজার ১৯৩ জন।
পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ২৮ হাজার ৩০৬ এবং ছাত্রী ৩৪ হাজার ৮৮৭ জন। জিপিএ-৫ পেয়েছেন মোট ৪ হাজার ৭৩১ জন। তার মধ্যে ছাত্র ২ হাজার ১৯৩ এবং ছাত্রী ২ হাজার ৫৩৮ জন।
বিজ্ঞাপন
মাসুদ আহমদ রনি/এনএ