বাগেরহাটের মোংলায় বন-ধ্বংসকারী বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের দায় নিয়ে বিশ্ব ঐতিহ্যের অংশ সুন্দরবনের কাছে গণক্ষমা প্রার্থনা করা হয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে সুন্দরবন দিবস উপলক্ষে পূর্ব সুন্দরবনের ঢাংমারিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার, বাদাবন সংঘ এবং ঢাংমারি ডলফিন সংরক্ষণ দলের আয়োজনে এই গণক্ষমা কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) বাগেরহাট জেলার আহ্বায়ক মো. নূর আলম শেখের সভাপতিত্বে এতে বক্তব্য দেন বাদাবন সংঘের মোংলা এরিয়া ম্যানেজার অজিফা বেগম, বাপা নেতা পশুর রিভার ওয়াটারকিপারের ভলেন্টিয়ার ইস্রাফিল বয়াতি, বাপা নেতা নদী কর্মী হাছিব সরদার, ডলফিন সংরক্ষণ দলের স্টিফেন হালদার, শেখর রায়, বাপা নেত্রী মীরা বিশ্বাস, তরুণ মন্ডল প্রমুখ।

নূর আলম শেখ বলেন, মানুষের বন-ধ্বংসকারী কর্মকাণ্ডের ফলে সুন্দরবনের জীববৈচিত্র হুমকিতে পড়েছে। মহাপ্রাণ সুন্দরবনকে বাঁচাতে এবং টেকসই উন্নয়নের স্বার্থে বন-ধ্বংসকারী কর্মকাণ্ড থেকে মানুষ ও সরকারকে সরে আসতে হবে। 

গণক্ষমা প্রার্থনা কর্মসূচিতে জীবাশ্ম জ্বালানি বন্ধ করো, সুন্দরবনের বাঘ-হরিণ হত্যা বন্ধ করো, পরিকল্পিত অগ্নিকাণ্ড বন্ধ করো, বিষ দিয়ে মৎস্য নিধন বন্ধ করো লেখাসহ বিভিন্ন ফেস্টুন-প্ল্যাকার্ড হাতে নিয়ে বনজীবীরা অংশগ্রহণ করেন।

তানজীম আহমেদ/আরএআর