বাড়ির পাশের জঙ্গলে মিলল ব্যবসায়ীর মরদেহ
পিরোজপুরের ভান্ডারিয়ায় জঙ্গল থেকে নাঈম বেপারী (২৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে নিজ বাড়ি সংলগ্ন জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ভান্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস।
নাঈম বেপারী উপজেলার ধাওয়া ইউনিয়নের পশারিবুনিয়া গ্রামের মো. রুহুল আমীন বেপারীর ছেলে।
বিজ্ঞাপন
এদিকে মরদেহ উদ্ধারের পরপরই একই গ্রামের আনিসুর রহমানের ছেলে রিফাত হোসেনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তার সঙ্গে বাজারে ক্রিকেট খেলা দেখে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন নাঈম।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে জঙ্গলে মরদেহ দেখতে পেয়ে নাঈমের মা মুকুল বেগমকে খবর দেন স্থানীয়রা। পরে তিনি মরদেহটি তার ছেলে নাঈমের বলে শনাক্ত করেন। বিষয়টি থানায় জানানো হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
বিজ্ঞাপন
নাঈমের মা মুকুল বেগম বলেন, পশারিবুনিয়া বাজারে আমার ছেলের মুদি ও ইলেকট্রনিকের দোকান আছে। জানি না আমার ছেলের সঙ্গে কি হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।
ভান্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। থানায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর কারণ জানা যাবে।
আবীর হাসান/আরএআর