বাগেরহাটে ট্রাকচাপায় প্রাণ গেল ২ জনের, অ্যাম্বুলেন্স খাদে
বাগেরহাটে ট্রাকচাপায় ইঞ্জিনচালিত রিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় ওই ট্রাকের ধাক্কায় একটি অ্যাম্বুলেন্স খাদে পড়ার ঘটনা ঘটেছে। এতে তিনজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার বৈটপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত রিকশাচালক লুৎফর সরদার (৫৫) বাগেরহাট জেলার কচুয়া উপজেলার দোবারিয়া গ্রামের তৈয়ব সরদারের ছেলে। তবে নিহত যাত্রীর নাম-ঠিকানা জানাতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস।
বিজ্ঞাপন
আহত দুই নারী নাজমা ও নার্গিসের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়ায়। তারা অ্যাম্বুলেন্সযোগে খুলনায় ডাক্তার দেখানোর জন্য যাচ্ছিলেন। আহত রিকশার যাত্রী শুকুর এলাইচ রাসেলের বাড়ি মোরেলগঞ্জ উপজেলার কালিকাবাড়ি এলাকায়।
অ্যাম্বুলেন্স চালক মো. মিলন বলেন, দূর থেকে দেখি একটি ট্রাক দ্রুতগতিতে আমাদের দিকে ধেয়ে আসছে। ঘটনাস্থলে পৌঁছেই একটি রিকশাকে চাপা দিয়ে আমার অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা রোগী ও তার বোন গুরুতর আহত হয়। ট্রাকের হাত থেকে বাঁচতে আমি অ্যাম্বুলেন্সটিকে ডান পাশে নিয়ে আসি, তারপরও শেষ রক্ষা হয়নি।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান সিরাজ বলেন, সড়ক দুর্ঘটনার জায়গা থেকে আমরা একজনের মরদেহ উদ্ধার করেছি। আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে খুলনায় পাঠানো হয়েছে। দুর্ঘটনায় আহত একজন বাগেরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে মারা গেছে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে রাস্তার যানজট নিরসন করা হয়েছে। নিহত দুইজনের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। অন্যজনের পরিচয় জানার চেষ্টা চলছে। পলাতক ট্রাকচালককে আটকের জন্য পুলিশ কাজ শুরু করেছে।
তানজীম আহমেদ/এসপি