যশোরের কেশবপুরে বাথরুমের পাইপস্ট্যান্ডে জাতীয় পতাকা উত্তোলন করায় ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার মাসুদ কামালকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুর ১২টায় কেশবপুর হাসপাতাল রোডে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান এ কারাদণ্ড প্রদান করেছেন।।

তিনি বলেন, মেসার্স ইসলাম ট্রেডার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে বাথরুমের পাইপে জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় পতাকা অবমাননা করায় ওই প্রতিষ্ঠানের ম্যানেজার মাসুদ কামালকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মাসুদ কামালকে গ্রেফতার করে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান।

কারাদণ্ডের বিষয়ে হাফিজুর রহমান বলেন, ম্যাজিস্ট্রেট বাথরুমের পাইপ বললেও এটা দোকানের সামনে থাকা পানির পাইপে জাতীয় পতাকা লাগিয়েছিল ম্যানেজার। এজন্য সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। 

জাহিদ হাসান/এমএএস