রাজবাড়ীতে চরমোনাইগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে বাসের চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১৫ জন। আহত ব্যক্তিদের কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টায় কালুখালী উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ড-সংলগ্ন ভাটিয়াপাড়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বুধবার রাত ১১টার দিকে পাবনা সদর থেকে ছেড়ে আসা বাসটি বরিশালের চরমোনাই পীরের মাহফিলে যাচ্ছিল।

নিহত বাসচালকের নাম মো. নাজমুল হুদা (৪০)। তিনি রাজশাহীর দুর্গাপুর থানার চৌবাড়িয়া এলাকার মো. মোস্তফার ছেলে। আহত সবার বাড়ি পাবনা সদর উপজেলার বিভিন্ন এলাকায়।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী।

তিনি জানান, ভোর সাড়ে ৫টার দিকে চরমোনাইগামী একটি যাত্রীবাহী বাস কালুখালীর চাঁদপুর বাসস্ট্যান্ড-সংলগ্ন ভাটিয়াপাড়া রেলক্রসিং এলাকা অতিক্রম করলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের চালক নিহত হন। 

এ সময় আরও ১৫ জন আহত হন। আহতদের মধ্যে ১০ প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায় এবং ৫ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মীর সামসুজ্জামান/এনএ