প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটে শিল্প-কারখানায় উৎপাদন খরচ কমাতে উৎপাদনকারীদের কাঁচামাল সরবরাহের ওপর উৎসে করের হার ৭ শতাংশ থেকে কমিয়ে ৪ শতাংশ করার প্রস্তাব করছেন অর্থমন্ত্রী। 

বৃহস্পতিবার (৯ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন। অর্থমন্ত্রী হিসেবে তার এটি চতুর্থ বাজেট। এবার প্রস্তাবিত বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে অধিবেশনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অর্থমন্ত্রী বলেন, ব্যবসা সহজ করতে এবং ব্যবসা-বান্ধব পরিবেশ বজায় রাখতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। বিভিন্ন ধরনের সরবরাহের উপর উৎস করের বিভিন্ন হার থাকায় কিছু ক্ষেত্রে ব্যবসায়ীদের জন্য অত্যধিক করের বোঝা সৃষ্টি হয়। 

তিনি বলেন,  শিল্প কারখানায় উৎপাদন ব্যয় কমানোর লক্ষ্যে উৎপাদকদের কাছে কাঁচামাল সরবরাহের ওপর উৎসে কর কর্তনের হার ৭ শতাংশ থেকে কমিয়ে ৪ শতাংশ করার প্রস্তাব করছি। এ ছাড়া ব্যবসায়িক পণ্যের সরবরাহের ওপর উৎস করের হার ৭ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ এবং সরকারি বই ছাড়া অন্য বই সরবরাহের ওপর ৭ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করার প্রস্তাব করছি।

 
এমআই/আরএইচ