পারটেক্স গ্রুপের পাঁচ মালিক ও তাদের স্ত্রীদের ব্যাংক হিসাবের বিবরণ চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার (২১ জুন) এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল তাদের বিষয়ে জানতে ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানকে পৃথক চিঠি দিয়েছে বলে জানা গেছে। 

চিঠিতে সাত কর্মদিবসের মধ্যে নথিপত্র দেওয়ার অনুরোধ করা হয়েছে বলে এনবিআরের ঊর্ধ্বতন একটি সূত্র  নিশ্চিত করেছে।

এনবিআরের তলবি চিঠিতে ব্যক্তিদের আমানত হিসাব, চলতি হিসাব, ঋণের তথ্য ও বৈদেশিক মুদ্রা অ্যাকাউন্টের বিবরণ চাওয়া হয়েছে। এ ছাড়া ক্রেডিট কার্ড, লকার বা ভল্ট ও সঞ্চয়পত্রসহ অন্য খাতে কোনো বিনিয়োগ আছে কি না, তা জানতে চাওয়া হয়েছে। 

পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা এম এ হাশেমের পাঁচ ছেলে আজিজ আল কায়সার, আজিজ আল মাহমুদ, আজিজ আল মাসুদ, শওকত আজিজ রাসেল ও রুবেল আজিজ এবং তাদের স্ত্রীদের হিসাবের বিবরণ জানতে চাওয়া হয়েছে চিঠিতে। 
 
পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ হাসেম ২০২০ সালের ডিসেম্বরে মারা যান। এরপর থেকে এম এ হাশেমের ছেলেরা তার প্রতিষ্ঠিত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো (পারটেক্স গ্রুপ, পারটেক্স স্টার গ্রুপ ও অ্যাম্বার গ্রুপ) পরিচালনা করে আসছেন।

ছেলেদের মধ্যে আজিজ আল কায়সার সিটি ব্যাংকের চেয়ারম্যান ও পারটেক্স স্টার গ্রুপের ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন। আর রুবেল আজিজ পারটেক্স গ্রুপের এমডি হিসাবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। 

আরএম/আরএইচ