দেশব্যাপী লোডশেডিংয়ের প্রভাবে শিল্প কারখানার কার্যক্রম ব্যাহত হচ্ছে। উৎপাদন অব্যাহত রাখতে রেশনিং করে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে শিল্পকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

বুধবার (৬ জুলাই) এফবিসিসিআই কর্তৃক আয়োজিত পাওয়ার, এনার্জি অ্যান্ড ইউটিলিটিজ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির তৃতীয় সভায় এ আহ্বান জানান সভাপতি।

এফবিসিসিআই সভাপতি বলেন, গ্যাস স্বল্পতার কারণে বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি দেখা দিয়েছে। নিরবচ্ছিন্ন শিল্পোৎপাদনের স্বার্থে কারখানায় বিদ্যুতের যোগান নিশ্চিত করা জরুরি। এছাড়াও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সকল স্টেকহোল্ডারদের নিয়ে স্বল্প, মাঝারি ও দীর্ঘমেয়াদি রোডম্যাপ তৈরি করতে হবে।

সহ-সভাপতি এম এ মোমেন বলেন, বাংলাদেশের জ্বালানি খাত আগের থেকে অনেক বেশি উন্নত। দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোর কর্মকাণ্ড অব্যাহত রাখতে বিদ্যুতের এ সংকট মোকাবিলায় সবাইকে একসাথে কাজ করতে হবে।

কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদনের তাগিদ দিয়েছেন এফবিসিসিআইয়ের পরিচালক ও কমিটির ডিরেক্টর ইন-চার্জ আবুল কাসেম খান। এছাড়া পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে এনার্জি খাতের চুক্তিগুলো পুনরায় বিবেচনা করার কথা বলেন তিনি।

জ্বালানি নিরাপত্তার উন্নয়নে জোর দেওয়ার আহ্বান জানান, কমিটির চেয়ারম্যান ও এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লি. এর ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশিদ। তিনি বলেন, আগামীতে জ্বালানি খাতে বিপুল মানুষের কর্মসংস্থান হবে। দেশের রপ্তানি অঞ্চলগুলোতেও বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ অব্যাহত রাখতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন, এফবিসিসিআইয়ের পরিচালক বিজয় কুমার কেজরিওয়াল, মো. নাসের, হাফেজ হারুন, আমজাদ হুসেইন, কমিটির কো-চেয়ারম্যন সালাউদ্দিন ইউসুফ, মাহফুজুল হক প্রমুখ।

এসআই/এসকেডি