বাংলাদেশের পেঁয়াজের বাজার অনেকাংশে ভারতের ওপর নির্ভরশীল। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করলে ২০১৯ সালের শেষদিকে দেশে পেঁয়াজের দাম ২শ টাকার কেজির বেশিতে গিয়ে ঠেকে।  

গত কয়েক বছর ধরে সেই পেঁয়াজ নিয়ে ধুকতে হয়েছে ভারতকেও। পেঁয়াজের অতিরিক্ত দামের কারণে সমস্যায় পড়তে হয়েছিল সে দেশের মানুষকে। সে অভিজ্ঞতা থেকে এবার আগেভাগেই সতর্ক অবস্থান নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। 

পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় সরকার ২.৫ লাখ টন পেঁয়াজ মজুদ করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজ বলছে, এত বেশি পরিমাণে পেঁয়াজ মজুদ করার এবারই প্রথম করা হচ্ছে। চাহিদা বেড়ে গেলে বা যোগান কমে গেলে এই পেঁয়াজ বাজারে ছাড়া হবে।  

বলা হচ্ছে, চলতি বছরের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজের উৎপাদন কম থাকতে পারে।  

আরও পড়ুন : ভারতীয় রণতরীর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের ব্যাপক প্রশংসা 

ভারতের কেন্দ্রীয় সরকার গুজরাট, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের মতো বড়  পেঁয়াজ উৎপাদনকারী রাজ্যগুলোর কাছ থেকে এই পেঁয়াজ সংগ্রহ করেছে। ভারতে পেঁয়াজ উৎপাদনের ৬৫ শতাংশ এপ্রিল থেকে জুনের মধ্যে ফলানো হয় এবং অক্টোবরে কাটা হয়। যা পরবর্তীতে সরকার কৃষকদের কাছ থেকে কিনে মজুদ করে।  

এনএফ