নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখাসহ নকল ও ভেজাল প্রতিরোধে সারাদেশে ৩০টি বাজারে অভিযান পরিচালনা ক‌রে‌ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় মূল্য তালিকা না থাকা, বেশি দামে পণ্য বিক্রি ও মেয়াদোত্তীর্ণ খাবার সরবরাহসহ বিভিন্ন অপরাধে ৪৮টি প্রতিষ্ঠানকে ৭ লাখ ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৭ জুলাই) অভিযান পরিচালনা করে এসব জরিমানা করা হয় বলে অধিদপ্তর থেকে জানানো হয়েছে।

অ‌ধিদপ্তর সূত্র জানায়, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়ের ২৫ জন কর্মকর্তা ২০টি জেলায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেন। এসময় জনসচেতনতা বাড়াতে ভোক্তা ও ব্যবসায়ীদের কাছে লিফলেট, প্যাম্ফলেট বিতরণসহ হ্যান্ডমাইকে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সহ সংশ্লিষ্ট শিল্প বণিক সমিতির প্রতিনিধিরা অধিদপ্তর পরিচালিত এসব বাজার অভিযানে সহযোগিতা করেন।

এসআই/জেডএস