জেনারেল ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের (জিইএমকো) কাছ থেকে ৮২৫টি ২৫০ কেভিএ ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার কিনছে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)। এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।

চুক্তি অনুযায়ী ৮২৫টি ২৫০ কেভিএ ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের মূল্য ৪০ কোটি ১৬ লাখ ২ হাজার ৫০০ টাকা। সোমবার (১৮ জুলাই) বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের সভাকক্ষে এ চুক্তি সই হয়।

জিইএমকোর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মো. আশরাফুল ইসলাম নেসকোর কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ চুক্তির কারণে উভয় প্রতিষ্ঠান লাভবান হবে। এতে সময় ও অর্থ সাশ্রয় হবে।  

চুক্তি সই অনুষ্ঠানে ছিলেন, বিএসইসির পরিচালক (অর্থ) মনিরুল ইসলাম, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (প্রশাসন), জিইএমকো পরিচালনা পর্ষদের পরিচালক সাইদ কুতুব, বিএসইসির পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) বদরুন নাহার, নেসেকোর প্রকল্প পরিচালক প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, নেসকোর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী জাকিউল ইসলাম প্রমুখ।

এএসএস/এসআই/আরএইচ