বিদেশি ব্র্যান্ডের বিভিন্ন প্রসাধনী সামগ্রী নিজেদের ইচ্ছেমতো অধিক দামে বিক্রি করছিল লাইফস্টাইল আউটলেট অ্যাস্টোরিয়ন ও ব‌ডি লাইন। এ অপরাধে প্র‌তিষ্ঠান দুটিকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান-২ এলাকায় অভিযান ক‌রে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান ও সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল ও প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসানুজ্জামান।

আব্দুল জব্বার মন্ডল জানান, আমদানিকারকের স্টিকার ছাড়া বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী সামগ্রীর দাম নিজেদের ইচ্ছেমতো নির্ধারণ করে বিক্রি কর‌ছিল অ্যাস্টোরিয়ন ও ব‌ডি লাইন।

এ অপরা‌ধে প্রতিষ্ঠান দুটিকে পৃথকভাবে এক লাখ টাকা ক‌রে জরিমানা করা হয়।

এসআই/এমএইচএস