আমদানি-রপ্তানির শুল্কায়ন কাজে ব্যবহৃত অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের যাবতীয় কার্যক্রম ১২ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার (৩ অক্টোবর) আইসিটি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মো. ফজলুর রহমানের সই করা চিঠি সূত্রে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের মাইগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে আগামী ১৪ অক্টোবর (শুক্রবার) রাত ৮টা থেকে ১৫ অক্টোবর (শনিবার) সকাল ৮টা পর্যন্ত অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে। 

বিষয়টি জরুরি বিধায় সব কর্মকর্তা ও অংশীজনকে অবহিত করার অনুরোধও করা হয়েছে চিঠিতে।

বিদেশ থেকে পণ্য আমদানি করার পর শুল্কায়ন থেকে শুরু করে সবকিছুই হয় এনবিআরের ‘অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম’ নামে একটি সফটওয়্যারের মাধ্যমে। 

দেশের সব বন্দর এ সফটওয়্যারের আওতায় কাজ করে। এটি নিয়ন্ত্রণ করা হয় কাকরাইলের এনবিআর কার্যালয় থেকে। কোনো চালান ছাড়তে না চাইলে এ সফটওয়্যারের মাধ্যমে তা বন্ধ করারও স্বয়ংক্রিয় ব্যবস্থা রয়েছে।

আরএম/আরএইচ