আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া অঞ্চলের প্রধান রাহুল আনন্দের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল অর্থনেতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খানের সঙ্গে বৈঠক করেছেন।

সোমবার (৭ নভেম্বর) ইআরডি সচিবের কর্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ কোনো বক্তব্য দেয়নি।

তবে ইআরডির একাধিক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে জানান, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের গতি বাড়ানোর তাগিদ দিয়েছে আইএমএফ। আইএমএফ’র প্রতিনিধি দল বলেন, পাইপ লাইনে প্রায় ৫০ বিলিয়ন ডলারের মতো জমা আছে। সেখান থেকে অর্থ খরচ বাড়াতে হবে। মন্ত্রণালয় ও বিভাগগুলোর প্রকল্প বাস্তবায়নের দক্ষতা বাড়ানো দরকার। সেই সঙ্গে বিভিন্ন চুক্তির ক্ষেত্রে ইআরডির দক্ষতাও বাড়াতে হবে। বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা এবং প্রকল্প বাস্তবায়নে মন্ত্রণালয়গুলোর আন্তঃমন্ত্রণালয় সমন্বয় বাড়ানোর কথাও বলেছে প্রতিনিধি দল।

এদিকে বৈঠক শেষে ইআরডির সচিব শরিফা খানের সঙ্গে সাংবাদিকরা দেখা করেতে চাইলে তিনি সাড়া দেননি। এমনকি সাংবাদিকদের সঙ্গে কথা বলতেও রাজি হননি। শুধু তাই নয়, যে কোনো ধরনের ঋণচুক্তি অনুষ্ঠানেও দূরে রাখা হয় সাংবাদিকদের। অথচ এর আগে সব সচিব সাংবাদিকদের আমন্ত্রণ জানাতেন। 

তবে তার এক প্রতিনিধির মাধ্যমে শরিফা খান জানান, আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এটা ছিল কার্টেসি কল। তারা তেমন কোনো বিষয় নিয়ে কথা বলেনি। মঙ্গলবার (৮ নভেম্বর) অর্থ বিভাগ ও আইএমএফ আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবে। সেখানে এই কয়েকদিনের বিষয় তুলে ধরবে আইএমএফ।

এসআর/এসএম