এসিআই মোটরস ও ইয়ামাহা মোটরসাইকেল তাদের একসঙ্গে পথচলার ষষ্ঠ বছরপূর্তি উৎসব উদযাপন করেছে।

শুক্রবার (১১ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে এসিআই সেন্টারে এ উপলক্ষে উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে এসিআই মোটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস, ইয়ামাহা বাংলাদেশ ও এসিআই মোটরসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়া দেশব্যাপী ইয়ামাহার সব শো-রুমে ইয়ামাহা ইউজার এবং ইয়ামাহা রাইডারস ক্লাবের সদস্যদের নিয়ে এ উৎসব উদযাপন করা হয়।

এসিআই মার্টস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। এসিআইর একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মটরস যাত্রা শুরু করে। ২০১৬ সালে ইয়ামাহা নতুনভাবে বাংলাদেশে যাত্রা শুরু করে এসিআই মটরসের সঙ্গে। বর্তমানে দেশে ইয়ামাহার ৯৯টিরও বেশি ৩এস (সেলস্, সার্ভিস ও স্পেয়ারস) ডিলার পয়েন্ট এর মাধ্যমে কাস্টমারদেরকে সেবা দিয়ে আসছে।

জেডএস