পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডকে সার্বিক অবস্থার উন্নয়নের জন্য আগামী ৩ বছর মেয়াদি সময়ভিত্তিক পরিকল্পনা দেওয়ার নির্দেশ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

সোমবার (০৫ ডিসেম্বর) বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সভায় পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদকে এ নির্দেশনা দিয়েছেন আইডিআরএ চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী।

আইডিআরএ’র নির্বাহী পরিচালক (প্রশাসন) ড. নাজনীন কাউসার চৌধুরী ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজকের সভায় পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বিমার প্রিমিয়াম আয়, রিনিউয়াল হার, ব্যবস্থাপনা ব্যয়, লাইফ ফান্ডের পরিমাণ, বিনিয়োগ, অনিষ্পন্ন বিমা দাবির পরিমাণ, পরিশোধিত বিমা দারির পরিমাণ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।

সভায় আলোচনার কোম্পানির সার্বিক অবস্থার উন্নয়নের জন্য ৩ বছর মেয়াদি সময়ভিত্তিক পরিকল্পনা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও দ্রুত বিমা দাবি পরিশোধ ও কর্তৃপক্ষের জারি করা সব নির্দেশনা ও অনুশাসন পরিপালনের জন্য নির্দশনা দেওয়া হয়।  

এমআই/এসএম